সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৪০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ ০৫ মে, ২০২৩  

প্রেস বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট, কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল পাচারকালে জাহাঙ্গীর হোসেন(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। এ সময় ১টি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

আজ শুক্র বার(০৫মে)সকাল ৬ টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পিতা-হাবিবুর রহমান, সাং-হোসেনপুর, ইউপি চান্দুরা,থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করেন। এসময় ধৃত আসামীদের দখলে থাকা একটি পিকআপ তাল্লাশী করে ২০ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৪০ (চল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও ২৫০ (দুই শত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।