সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের অভিযোগ
প্রকাশিতঃ ০৪ মে, ২০২৩
অনলাইন ডেস্ক:মহেশপুরে মিলি খাতুন নামে এক স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর পিতা জলুলী গ্রামের ইদ্রিস আলীর ছেলে আলফাফিনের বিরুদ্ধে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।মিলি খাতুন জলুলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
গত সোমবার (১লা মে) সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহৃত হন ওই ছাত্রী।
অপহৃত ছাত্রীর পিতা জানান, বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আলফাফিনসহ ৩/৪ ওই ছাত্রীকে জোর পূর্বক মটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে গেছেন।
মহেশপুর থানার এস.আই রফিক জানান, ওই ছাত্রীর পিতা অভিযোগ করেছেন। অপহৃতছাত্রী উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।