ইউনিয়ন পরিষদের গোডাউনে ভিজিএফের ৩৮ বস্তা চাল, গোডাউন সিলগালা
প্রকাশিতঃ ০১ মে, ২০২৩
জেলা প্রতিনিধি:ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৩৮ বস্তা (১৯০০) কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গোডাউন থেকে এই চাউল জব্দ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমান জানান, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান এবং পরিষদের গোডাউনে ৩৮ বস্তা চাল দেখতে পান। এসময় তিনি ইউএনও’র নির্দেশ মোতাবেক গোডাউন সিলগালা করে রেখে আসেন।
স্থানীয়দের অভিযোগ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহেরহুদা ইউনিয়নে ৩ হাজার ৬১২জন দুস্থ মানুষের জন্য ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাল দুঃস্থদের মাঝে ১০ কেজি করে বিতরণ করার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় ওজনে কম দিয়ে ও নামে-বেনামে তালিকা করে অতিরিক্ত চাল অসৎ উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লুকিয়ে রাখেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ জানান, ঈদের আগে দুস্থদের তালিকা করা হয়েছিল। তাদের অনেকে চাল নিতে আসেনি। সেই চাল পরিষদের গোডাউনে রাখা হয়েছে। এর তালিকা এবং মাস্টার রোল আছে। কোনো অসৎ উদ্দেশ্যে এই চাল রাখা হয়নি বলে দাবী করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা জানান, স্থানীয়দের মাধ্যমে মোবাইলে অভিযোগ পাওয়ার পর সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও )কে পাঠিয়েছিলাম। ওই ইউনিয়নের গোডাউনে সরকারি ৩৮ বস্তা চাল পাওয়া গেছে। সেগুলো সিলগালা করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।