সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয়নগরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিতঃ ১৮ এপ্রিল, ২০২৩  

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোঃ জুলহাস-(২৫) ও আরমান হোসেন-(১৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর জিলানী ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুলহাস বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে ও আরমান হোসেন একই ইউনিয়নের খলিল মিয়ার ছেলে।

এ ব্যাপারে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ রাজু আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি)মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা স্যারের দিকনির্দেশনায়,বিজয়নগর থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৯৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও তিনি জানান,।