ফেসবুকে মানহানি পোস্ট, ৮ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিতঃ ০৫ এপ্রিল, ২০২৩
জেলা প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউপি সদস্য বাউল শিল্পী ছালমা আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট, শেয়ার এবং কমেন্ট করায় আট জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ছালমা আলমগীর বাদী হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করেন। আদালতের বিচারক গোলাম ফারুক রাজাপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আসামিরা হলেন- মিজানুর রহমান ওরফে নীরব, রাজ্জাক হোসাইন পিন্টু ওরফে রাজ্জাক পিন্টু, কামরুল ওরফে কামরুল, নাফিউল ইসলাম, বশির আহম্মেদ খলিফা, নাজমুল হাসান সিমান্ত, নুরুল আলম মোল্লা ও খন্দকার সিরাজুল ইসলাম। এরা ইউপি সদস্য বাউল শিল্পী ছালমা আলমগীরের সম্পর্কে ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য পোস্ট এবং আপত্তিকর মন্তব্য করেন।
মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি বাউল ছালমার মোবাইল ফোন চুরি হয়। ফোন থেকে একটি ভিডিও নেয় অভিযুক্তরা। গত ২৫ মার্চ বিকেল তিনটার দিকে ধারণকৃত ভিডিও’র বিভিন্ন স্ক্রিনসর্ট দিয়ে ছবি তৈরি করে ও ভিডিও করে ফেসবুকে পোস্ট দেয়। এতে ইউপি সদস্য বাউল ছালমার মানহানি হয় বলে তিনি মামলায় উল্লেখ করেন।