মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা 

প্রকাশিতঃ ১২ মার্চ, ২০২৩  

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া পাহাড় কাটার দায়ে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ মার্চ) বিকালে রামগড় পৌর এলাকার বৈদ্যটিলা এলাকায় পাহাড় কাটার সংবাদ পেয়ে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

আদালত সংশ্লিষ্ট সূ্ত্র জানায় ,পরিবেশ সংরক্ষণ আইনে অভিযুক্তকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, অনুমতি ব্যতিত অবৈধ ভাবে পাহাড় ও মাটিকাটা দন্ডনীয় অপরাধ।

মাটিকাটাসহ সকল অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।