২০১টি গাঁজা গাছসহ বৃদ্ধ গ্রেফতার
প্রকাশিতঃ ১২ মার্চ, ২০২৩
জেলা প্রতিনিধি:ঝালকাঠির কাঠালিয়ায় অভিযান চালিয়ে ২০১টি গাজা গাছসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বেপারী বাড়ির পেয়ারা বাগান থেকে গাজা গাছগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রমেন ব্যাপারী (৬০) ওই এলাকার মৃত. গণেশ ব্যাপারীর পুত্র।
এ ব্যাপারে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুরাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল।
এ সময় পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের ব্যাপারী বাড়ির পেয়ারা বাগান থেকে ২০১টি গাজাগাছ উদ্ধার করা হয়। সেই সাথে চাষী রমেন ব্যাপারীকেও গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। সে এখন থানা পুলিশের হেফাজতে আছে।আজ রোববার (১২ মার্চ)সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।