মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিতঃ ০২ মার্চ, ২০২৩  

পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ নজরুল ইসলাম (৫৭) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২মার্চ)সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের উত্তর পাশে বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে চুন্নু সিকদারের বাড়ির সামনে।

তিনি ডিএসবি বরগুনা জেলায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কাঠীপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকেপুলিশ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাকেরগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে বরগুনা তার কর্মস্থলে যাচ্ছিলেন।

বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী চুন্নু সিকদারের বাড়ির সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়।

গুরুত্বও আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাশবর্তী বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

গৌরনদী থানা-পুলিশের সহায়তায় চালক রনি ও ঘাতক বাসটিকে

আটক করা হয়েছে। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।