অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ ব্যবসায়ীকে একমাস কারাদন্ড
প্রকাশিতঃ ০২ মার্চ, ২০২৩
জেলা প্রতিনিধি: শিবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে ৪ জনকে একমাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ১মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৬নং বাধ এলাকায় উপস্থিত হয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ভর্তি ট্রাক ও ট্রলিসহ চারজনকে হাতেনাতে আটক করেন এবং প্রত্যেক জনকে একমাস করে কারাদন্ড প্রদান করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলো-জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওসিম(২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন(২৭) শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সম্ভু আলির ছেলে রাজু(৩৪) ও নারায়নপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন(২৩)।
সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, বৃহত্তর জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলমান প্রক্রিয়া এবং অভিযান চলতেই থাকবে।