মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ক্ষতিকর রং মাছে দেওয়ার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিতঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩  

জেলা প্রতিনিধি: বাগেরহাটে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দেওয়ার অপরাধে মো. আকবর সর্দার নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের কেবি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই জরিমানা করেন।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘ক্ষতিকর রং মিশিয়ে সাদা রংয়ের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছ রঙিন করার সময় এক মাছ ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়েন। ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। পরে তার কাছে থাকা ক্ষতিকর রং মেশানো মাছ ধ্বংস করা হয়।’