মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা : নিক্সন চৌধুরী

প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩  

জেলা প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশের সব উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটের পুনর্মিলনী ও ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চার তলা ভবন নির্মাণ হচ্ছে। অতি শিগগিরই এ বিদ্যালয়ে চার তলা একটি ভবন নির্মাণ হবে। আজ এখানে এসে দেখতে পেলাম বড় বড় অবস্থানে চাকরি করছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিদ্যালয়ের গৌরব সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. এম. জাফরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ওসি সুব্রত গোলদার।