মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩  

জেলা প্রতিনিধি। কিশোরগঞ্জের ভৈরবে ৫০ কেজি গাঁজাসহ মো. রাকিবুল্লা ওরফে রাকিব মিয়া (২৮) ও কেফাতুল্লাহ (২০) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মৈন্দ মধ্যপাড়া এলাকার হাফিজ উদ্দিনের (ড্রাইভার)ছেলে মো. রাকিবুল্লা ওরফে রাকিব মিয়া ও বিজয়নগর উপজেলার খাটিংগা দক্ষিণপাড়া এলাকার আবুল ফায়েজের(হেলপার)ছেলে কেফাতুল্লাহ (২০)।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ভৈরব উপজেলার উত্তরপাড়া সাকিনস্থ স্টেডিয়ামের মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মিনি পিকআপভ্যানকে (ঢাকা মেট্রো ন-১৮-১২২২) থামার সিগন্যাল দিলে ড্রাইভার সিগন্যাল অমান্য করে শ্রীনগরের রাস্তায় চলে যান।

পরে ভ্যানটিকে ধাওয়া করে রাজনগর এলাকার রাজনগর হাই স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে রাকিব মিয়া ও কেফাতুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ফুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যান। গ্রেপ্তারদের দেখানো মতে পিকআপভ্যানটি তল্লাশি করে ৫০কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার মাদকবিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।