ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি,বিএনপি কর্মী গ্রেপ্তার
প্রকাশিতঃ ০৮ ডিসেম্বর, ২০২২
জেলা প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গায় উজ্জল হোসেন নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ারের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৮ডিসেম্বর)দুপুরে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উজ্জলের শেয়ার করা ওই পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।
এ ঘটনায় আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সোহেল চৌধুরী আহাদ থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে আলফাডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।