হাওরে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ ১৬ জুন, ২০২২
জেলা প্রতিনিধি:কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলায় হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকালে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের আলীরচরে হাওরের পানি থেকে মরদেহটি উদ্ধার হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় হাওর থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ছাত্রলীগ নেতার নাম হাবিবুল্লাহ হাবিব (২৮)। তিনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ইদ্রিস আলীর পুত্র।
জানা যায়, মঙ্গলবার সকালে হাবিব ও তার বন্ধুরা হাওরে ঘুরতে যান। সন্ধ্যায় ফেরার পথে করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় সে পানিতে পড়ে যায়। ঘটনার পর করিমগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। গতকাল বৃস্পতিবার সকালে ৪ কিলোমিটার দুরে আলীরচর হাওরে তার লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।