মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিতঃ ০১ ফেব্রুয়ারি, ২০২২  

জেলা প্রতিনিধি: র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার(১ফেব্রুয়ারি)র‌্যাব-১৪ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বেড়ইন গ্রামের শাহাজান মিয়ার পুত্র সাহাংগির মিয়া (৩০) ও একই এলাকার মৃত ইছা মিয়ার পুত্র আনচর আলী (৪২)।

এ ব্যাপারে র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম. শোভন খান জানান, মঙ্গলাবর সকালে তারা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলীঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।