মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৭০ কেজি গাঁজাসহ ভৈরবে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে ৭০ কেজি গাঁজা ও একটি ট্রাক্টরসহ সোহেল মিয়া (১৯) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শুক্রবার(৩১ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরবের দড়ি চণ্ডিবের খালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক্টর আটক করে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক্টরের ইঞ্জিন কভারের ভিতর ও বডির নিচে টুলবক্সে অভিনব পদ্ধতিতে রাখা ৭০ কেজি গাঁজাসহ সোহেল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত-ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে। র‌্যাবের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার সোহেল মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে  জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।