মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৬৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার২

প্রকাশিতঃ ০৪ ডিসেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি: ঢাকা নেওয়ার পথে ভৈরবে ৬৭ কেজি গাঁজাসহ একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেটকার আটক করে র‌্যাব। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার(২ ডিসেম্বর) রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আহমেদাবাদ এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. মোরশেদ মিয়া (৩১) ও একই জেলার সদর থানার মধ্যপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে মো. শামীম (২৭)। 

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের শুক্রবার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, একটি বেসরকারি টেলিভিশনের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় গ্রেপ্তারককৃত দুজন সাংবাদিক পরিচয় দেন। তাদের কাছে পরিচয়পত্র চাওয়া হলে তা দেখাতে পারেননি।পরে গাড়ির ভেতরে তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, আটককৃতরা নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সড়কপথে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। তারা এই গাঁজার চালানটি ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।