বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রেমের টানে ফরিদপুর থেকে নওগাঁয় কিশোরী, পালিয়ে যায় প্রতারক প্রেমিক

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর, ২০২১  

অনলাইন প্রতিবেদক:ফরিদপুরের কিশোরী নিশি আক্তার (১৬)। মোবাইল ফোনে পরিচয় হয় নওগাঁর আত্রাইয়ের রাজিবের (২২) সঙ্গে। দীর্ঘ এক বছর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে কিশোরীকে বিয়ের জন্যে নওগাঁয় নিয়ে আসে ওই তরুণ। কিন্তু বিয়ের এক সপ্তাহ পর কিশোরীকে ঢাকায় নিয়ে আসার কথা বলে বাস স্ট্যান্ডে তাকে রেখে পালিয়ে যায় প্রতারক প্রেমিক।

শুক্রবার পুলিশের কাছে এভাবেই প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হওয়ার বর্ণনা দেন কিশোরী নিশি আক্তার। 
জানান, তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কুশুমদী গ্রামে। ওই গ্রামের মরহুম সেকেন্দার আলীর মেয়ে সে। গত  ১০ সেপ্টেম্বর রাজিব তাকে তার গ্রামের বাড়িতে আত্রাইয়ে নিয়ে আসে। পরে নওগাঁ সদর উপজেলার একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। বিয়ের পর গত এক সপ্তাহ রাজিবের বাড়িতে ছিলাম। কিন্তু বাড়িটিতে থাকা অবস্থায় তার পরিবারের কোন সদস্য ছিল না। 

নিশি বলেন, রাজিবের পরিবারের কথা জানতে চাইলে সে জানায় পরিবারের সদস্যরা সবাই ঢাকাতে চাকরি করেন। সেখানেই তোমাকে নিয়ে যাবো। এর সূত্র ধরেই শুক্রবার (১৭ সেপ্টেম্বর)নওগাঁ শহরের ঢাকা বাস স্ট্যান্ডে নিয়ে আসে তাকে। সেখানে কিশোরীকে রেখে মোবাইল ফোনে টাকা লোড করার কথা বলে আর ফিরেনি প্রতারক প্রেমিক। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশের সাহায্য নেন কিশোরী। 

শাহ ফতেহ আলী বাস কাউন্টারের মতিউর রহমান জানান, আমরা মেয়েটিকে কাঁদতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ দেই। পরে কালীতলা পুলিশ ফাঁড়ির এএসআই মো. আনিসসহ সঙ্গীয় ফোর্স মেয়েটিকে উদ্ধার করে নওগাঁ সদর থানায় নেয়।

এদিকে নিশির দেয়া তথ্য অনুযায়ী রাজীবের মোবাইল নম্বরে ( ০১৩০৪- ৪২৬৯২৭) ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিবুল ইসলাম বলেন,  কল পেয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। তারপর থানায় নিয়ে আসা হয়। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে নিশিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার কারণে ওই কিশোরী কিছুটা অসুস্থ অনুভব করছে।

তিনি বলেন, আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।এছাড়া মেয়েটি কতটুকু সত্য  কথা বলছে সেটাও যাচাই-বাছাই করা হচ্ছে।