কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে এস আইয়ের মৃত্যু
প্রকাশিতঃ ২৭ জুলাই, ২০২১
জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জ- কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৪০)।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসআই জাহাঙ্গীর আলম পার্শ্ববর্তী জেলা গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা।জানা যায়,মঙ্গলবার সকালে দায়িত্ব পালন অবস্থায় তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। তাকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হাবিবুর রহমান বুলবুল বলেন, এসআই জাহাঙ্গীর বুকে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এসএম শাহাদত হোসেন বলেন, কিশোরগঞ্জ পুলিশ লাইনে এসআই জাহাঙ্গীরের নামাজে জানাযা শেষে তার নিজ বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে লাশ প্রেরণ করা হবে।