সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠান রেষ্টুরেন্টকে ৫০ ও আয়োজক পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিতঃ ১৯ জুন, ২০২১
জেলা প্রতিনিধি: মৌলভীবাজার শহরের এক রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে আজ শুক্রবার(১৮জুন)দুপুরে এ জরিমানা করা হয়।
এসময় বিয়ের আয়োজক পক্ষকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও আসমা উল হুসনা।