স্ত্রী ও সৎ ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা, স্বীকার করলেন এএসআই সৌমেন
প্রকাশিতঃ ১৫ জুন, ২০২১
আদালত প্রতিবেদক: কুষ্টিয়ায় প্রকাশ্যে স্ত্রী ও সৎ ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের খাস কামরায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
আদালত সূত্র জানায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে সৌমেনকে একটি মাইক্রোবাসে করে হেলমেট পরিহিত অবস্থায় ডিবি পুলিশ কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর তাকে আদালতের বিচারক মো. রেজাউল করিমের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে একই আদালতের সিনিয়র বিচারক মো. এনামুল হকের কাছে নেওয়া হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন ঘণ্টা তিনি সৌমেনের জবানবন্দি রেকর্ড করেন। সূত্র মতে, সৌমেন রবিবার সকালে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে নিজের দ্বিতীয় স্ত্রী, তার শিশু ছেলে ও স্ত্রীর এক ছেলে বন্ধুকে হত্যার বিস্তারিত বর্ণনা দেন এবং তিনি নিজেই এই হত্যাকাণ্ড ঘটান বলে আদালতে স্বীকার করেন।
এর আগে রবিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার কাস্টমস মোড়ে নিজের স্ত্রী আসমা খাতুন, আসমার আগের স্বামী রুবেলের ছেলে রবিন ও স্ত্রীর ছেলে বন্ধু শাকিল হোসেনকে গুলি করে হত্যা করেন খুলনার ফুলতলা থানায় কর্মরত এএসআই সৌমেন রায়। তার আগে ওই দিনই খুব সকালে এএসআই সৌমেন আসমাদের বাড়িতে যান এবং আসমা ও তার ছেলে রবিনকে নিয়ে খুলনা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। হত্যাকাণ্ডে সৌমেন সরকারি অস্ত্র ও গুলি ব্যবহার করেছেন বলেও নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। সৌমেন আসমার তৃতীয় স্বামী এবং আসমা সৌমেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন।