নরসিংদীতে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে এসআই মনোয়ার হোসেন নিহত
প্রকাশিতঃ ১৫ জুন, ২০২১
অনলাইন ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে এসআই মনোয়ার হোসেন (৪৬) মারা গেছেন।
সোমবার (১৪ জুন) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত মনোয়ার হোসেন জয়পুরহাটের পাঁচবিবি এলাকার বাসিন্দা ও রায়পুরা থানার উপপরিদর্শক ছিলেন।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার জানান, গত ৬ জুন দিবাগত রাত ২টায় উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে ট্রেন প্রাইভেটকার সংঘর্ষে মনোয়ারসহ আরো দুজন আহত হন। পরে তাদের ঢাকায় নিয়ে আলাদা হাসাপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে মনোয়ারের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউয়ে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়।