মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুই ভ্যানচালককে কুপিয়ে হত্যা
প্রকাশিতঃ ২৫ মে, ২০২১
জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তার ও জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে সালাম শেখ (৫০) ও মোতাহার দর্জি (৪৭) নামের দুই ভ্যানচালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
গত রোববার(২৩)রাত ও গতকাল সোমবার (২৪)সকালে উপজেলার হোসেনপুর ও মজুমদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালাম শেখ উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের মৃত আজিত শেখের ছেলে এবং মোতাহার দর্জি একই উপজেলার মজুমদারকান্দি খালপাড় এলাকার মৃত কালু দর্জির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর হোসেনপুর গ্রামের আয়নাল শেখ গ্রুপের সঙ্গে শুকুর আলী খালাসি গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে দু’গ্রুপের সংঘর্ষে শুকুর আলী খালাসি গ্রুপের দু’জন নিহতের ঘটনায় আয়নাল ও তার দলের ৮৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং তারা দু’দিন আগে জেলহাজত থেকে জামিনে এসেছে। এরই জেরে রোববার রাতে ভ্যান চালানোর সময় হোসেনপুর বাজার-চান্দের বাজার রাস্তার চান্দের বাজার ব্রিজের কাছে একা পেয়ে আয়নাল গ্রুপের সালাম শেখের ওপর হামলা চালানো হয়। প্রতিপক্ষ এমদাদুল শেখ, আতিয়ার মাতুব্বর, রফিক মাতুব্বর গং তাকে কুপিয়ে ফেলে রেখে গেছে বলে স্বজনদের অভিযোগ। পরে এলাকাবাসী তাকে ক্ষতবিক্ষত অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোমবার সকালে প্রতিপক্ষ শুকুর আলী গ্রুপের লোকদের কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
নিহত সালামের মা ভাসানী বেগম বলেন, হত্যাকারীদের বিচার চাই। অন্যদিকে একই উপজেলার মজুমদারকান্দি খালপাড় এলাকার বাড়ির পাশের পাটক্ষেতে ভ্যানচালক মোতাহারের রক্তাক্ত মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। তার একটি জায়গা নিয়ে তিন-চার বছর ধরে বাসাবাড়ি গ্রামের কয়েকজনের সঙ্গে মামলা চলছে বলে জানা গেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,এখনও কেউ মামলা করেনি। তা ছাড়া কাউকে এখনও আটক করা যায়নি