ভৈরবে সাবান কারখানার ম্যানেজারের ঝুলন্ত লাশ
প্রকাশিতঃ ০৩ এপ্রিল, ২০২১
অনলাইন ডেস্ক: ভৈরবে একতা সোপ ফ্যাক্টরির ম্যানেজার নিত্য গোপাল পোদ্দারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় ভৈরব বাজার বুধাই সাহা ঘাটের সব্রুত সাহার বাসার তৃতীয় তলা লাশটি উদ্ধার করা হয়।
নিহত নিত্য গোপাল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নানাখী পোদ্দার বাড়ির নকুলেশ্বর পোদ্দার ছেলে। তার স্ত্রীসহ একটি দুই বছরের ছেলে শিশু নিয়ে ভৈরব বাজারে ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, লাশের ময়নাতদন্ত করতে শুক্রবার সকালে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।