সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অশ্লীল ভিডিও শুটিঙের সময় অভিনেত্রী পুনম পান্ডে গ্রেপ্তার‘ (ভিডিও)

প্রকাশিতঃ ০৭ নভেম্বর, ২০২০  

বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের গোয়ায় সমুদ্রের পাড়ে অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে তার বিরুদ্ধে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আজ বৃহস্পতিবার তাকে উত্তর গোয়া থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোয়ার চাপোলি সৈকতে দাঁড়িয়ে অশ্লীল ভিডিও শুট করেন পুনম পান্ডে। এরপরই এই অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় গোয়া ফরওয়ার্ড পার্টির পক্ষে। এফআইআর দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় পুনমকে।

গোয়ার কঙ্কনা এলাকা সেখানকার শিল্প, সংস্কৃতির জন্য বিখ্যাত। চাপোলিতে দাঁড়িয়ে পুনম পান্ডে যেভাবে অশ্লীল ভিডিও শুট করেন, তাতে গোয়ার নারীদের সম্মানে আঘাত লেগেছে। সেই অভিযোগেই পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টি। 

এ ঘটনায় বিক্ষোভ করেছেন অনেক স্থানীয়। তাদের প্রশ্ন, খোলা জায়গায় কীভাবে এমন ভিডিও শুট করার অনুমতি দিলো পুলিশ? ঘটনাটিকে ঘিরে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার গোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই শুটিংয়ের অনুমতি দেওয়া পুলিশ পরিদর্শক ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পুনম পাণ্ডেকে পুলিশি জেরার মুখে পড়তে হবে।

পুনম পাণ্ডে নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। এসব বিতর্কিত কর্মকাণ্ডে প্রায়ই সংবাদের শিরোনাম হন। গত সেপ্টেম্বরে সদ্য বিবাহিত স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। তখন তারা দুজনেই দক্ষিণোয়ায় হানিমুনে ছিলেন। তার করা অভিযোগে তার স্বামী গ্রেপ্তারও হয়েছিলেন।