স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে,পুলিশ সদস্য গ্রেফতার
প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০
জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নাজমুল হাসান (২৩) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলার ভৈরফা অটলটিলা এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। রাতেই নাজমুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাজমুল হাসান দীঘিনালা থানার আওতাধীন ভৈরফা এলাকার অটলটিলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার গোপালনগর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।ধর্ষণের শিকার ছাত্রী দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রী।
ঘটনা সূত্রে জানা যায়, স্কুলে আসা যাওয়ার পথে উপজেলার ভৈরফা এলাকার বাসিন্দা ওই ছাত্রীর পুলিশ সদস্য নাজমুল হাসানের সঙ্গে পরিচয় হয়। সোমবার বিকালে মেয়েটিকে দেখা করতে বলেন নাজমুল। পরে মেয়েটি সেখানে গেলে পার্শ্ববর্তী আকাশী গাছের বাগানে নিয়ে নাজমুল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে নাজমুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় পুলিশ সদস্য নাজমুল হাসানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।