সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্বামী তুমি কার, স্বামীকে নিয়ে দুই স্ত্রীর কাড়াকাড়ি বিমানবন্দরে (ভিডিও)

প্রকাশিতঃ ২৩ আগস্ট, ২০২০  

অনলাইন ডেস্ক: কুয়েত থেকে দেশে ফিরে বিপদেই পড়েন মাইনুল ইসলাম। তাকে নি‌তে তার দুই স্ত্রী হাজির হন শাহজালাল বিমানবন্দরে। কাকে ফেলে কার সা‌থে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর ম‌ধ্যে কাড়াকাড়ি । এসময় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনতে আইনশৃংখলাবা‌হিনীর সদস্যদের হিমি‌শিম খে‌তে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,গত মঙ্গলবার কুয়েতফেরত প্রবাসী মাইনুল বিমানবন্দ‌রে না‌মেন। তার গ্রা‌মের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। প্রথম স্ত্রী সানজীদাকে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন। ওই স্ত্রীর একটি সন্তান রয়েছে। পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই। এ অবস্থায় মাইনুলকে রিসিভ করতে আসেন তার দুই স্ত্রী।

একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে। সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে গন্তব্য রওনা হওযার সময় আরেক স্ত্রী তা‌কে গা‌ড়ি থে‌কে টে‌নে বের করার চেষ্টা ক‌রেন। মুহূর্তেই উৎসুক জনতার ভিড়। শেষ পর্যন্ত স্বামী তুমি কার- বিষয়টি মীমাংসার জন্য তিনজনকেই যেতে হয় থানায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী জানান,সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।