বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুরের বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রকাশিতঃ ০৯ মে, ২০২০  

জেলা প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের ধরারমোড় ও আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় বজ্রপাতে মারা গেছেন তিনজন।

আজ শনিবার(৯মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তাঁদের মধ্যে ধলারমোড় এলাকায় মারা যান রিপন মোল্লা (৩২) ও বাবু খাঁ (৩৫)। অপরজন ট্রাকচালক সুজন (২৫) মারা যান আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ফকির বলেন, ‘বিকেল ৩টার দিকে বৃষ্টি ও মেঘ ডাকা শুরু হয়। ওই তিনজন রাস্তার উপর কাজ করছিলেন।

এ সময় হঠাৎ বজ্রপাত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।