মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে পৃথক স্থানে বজ্রপাতে ৩জনের মৃত্যু

প্রকাশিতঃ ০৫ এপ্রিল, ২০২০  

জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে পৃথক স্থানে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, জাহাঙ্গীর তালুকদার (৩০), মো. হাবিব হাওলাদার (৫০) ও জোবায়ের খান (২১)। তিনটি ঘটনাই ঘটেছে রোববার দুপুরে।

আজ রোববার(৫ই এপ্রিল) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার খলিসাখালীতে রিক্সা চালিয়ে বাড়ি ফেরার সময় জাহাঙ্গীর তালুকদারের মৃত্যু হয়। তার বাবার নাম মৃত আজাহার তালুকদার।

একই সময় জেলার মির্জাগঞ্জ খন্ড এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় মো. হাবিব হাওলাদার নামের এক কৃষকের। নিহত হাবিব মাধবখালী ইউনিয়নের বাজিতা খন্ড গ্রামের মৃত হাতেম হাওলাদারের ছেলে। জানা যায়, ঝড়ের মধ্যে মাঠে থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে গলাচিপা উপজেলার ছোনখোলা গ্রামের রফিজ খানের ছেলে জোবায়ের খান( ২২) এর মৃত্যু হয়েছে । সে গরু আনতে মাঠে গিয়েছিল ।