মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে কলেজছাত্রীকে অপহরণ!

প্রকাশিতঃ ০২ অক্টোবর, ২০১৯  

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীটিকে প্রকাশ্যে লাঞ্চিত করে সোহাগ। ওই ঘটনায় বাউফল থানায় মামলা করেন ছাত্রীটির মা। মামলায় সোহাগ দীর্ঘদিন কারাভোগ করেন। কিন্তু এরপরেও থেমে থাকেননি সোহাগ। কারাগার থেকে বের হয়ে ফের শুরু করেন ছাত্রীটিকে উত্ত্যক্ত করা।

বখাটে সন্নামত উপজেলার বগা ইউনিয়নের কৌখালী গ্রামের আবু তালেব ওরফে আবুল কালাম সন্ন্যামতের ছেলে। ওই ছাত্রীটি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।

ছাত্রীটির স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে ওই ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন মো. সোহাগ সন্ন্যামত (২২) নামে এক বখাটে তরুণ। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৭ সালে ওই ছাত্রীটিকে প্রকাশ্যে লাঞ্চিত করে সোহাগ। ওই ঘটনায় বাউফল থানায় মামলা করেন ছাত্রীটির মা। ওই মামলায় সোহাগ দীর্ঘদিন কারাভোগ করেন। মামলাটি বিচারাধীন।

কিন্তু এরপরেও থেমে থাকেননি সোহাগ। ছাত্রীটিকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন সোহাগ। ওই ছাত্রীটি গতকাল সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। সাড়ে আটটার দিকে বগা-মিলঘর সড়কের চানমিয়া মাষ্টার বাড়ির সামনে পৌঁছালে সোহাগের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল তিনটি মোটর সাইকেল নিয়ে ছাত্রীটির পথরোধ করে। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই ছাত্রীটিকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’