মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিতঃ ১৫ আগস্ট, ২০১৯  

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।আজ বৃহস্পতিবার (১৫ই আগস্ট) দুপুরে ভৈরব-কটিয়াদী মহাসড়কের আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি নরসিংদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক তোফাজ্জলসহ তিনজন নিহত হন। নিহতরা হলেন—তোফাজ্জল (৩০), কাদির (৩৫) ও ওমর (৪০)।

আহতরা হলেন—পরিমল, সিরাজ, গিয়াস উদ্দিন ও মতি। ড্রাইভার ছাড়া নিহত এবং আহতদের  বাড়ি ইটনা উপজেলায়। সবাই ঈদ শেষে কর্মস্থলে যোগদানের জন্য নরসিংদী যাচ্ছিলেন।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই আটক করা হয়েছে, চালক পলাতক।