মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু

প্রকাশিতঃ ২২ জুলাই, ২০১৯  

জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে কলাপাড়ায় পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার( ২২শে জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশুরা হলেন দেবপুর গ্রামের জালাল সিকদারের ছয় মেয়ে মীম ও তার ভাই কামাল সিকদারের ছেলে আড়াই বছরের তামিম।

শিশুদের স্বজনদের সূত্রে জানা যায়, মীম ও তামিম নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করতে ছিল। সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির তাদের কোথাও না গেলে পরে ভাসমান অবস্থায় পুকুর থেকে তাদের উদ্ধার করে স্বজনরা।

তাৎক্ষণিক তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জুয়ায়েত খান লেলীন জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।