গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত চালক আটক
প্রকাশিতঃ ২৯ জুন, ২০১৯
জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় মা শাওন বেগম (৩৪) ও ছেলে সাকিব খান (৮) নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার গেঁড়াখোলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, সকালে গেঁড়াখোলায় মা-ছেলে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী ও অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা ঘটনাস্থলে যান। তাদের অনুরোধে অবরোধ তুলে নেয় স্থানীরা।
কাশিয়ানী থানার ট্রাফিক ইন্সেপেক্টর শাহ আলম জানান, এ ঘটনায় কাশিয়ানী থানা পুলিশ ঘাতক বাস ও বাসের চালক মো. হানিফ শাহাবুদ্দিনকে আটক করেছে।