মাদারীপুরে ঘুমন্ত অবস্থায় ছেলের বউয়ের মুখে এসিড ছুঁড়ে পালিয়ে গেল শাশুড়ি!
প্রকাশিতঃ ২৯ এপ্রিল, ২০১৯
জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে শাশুড়ির ছোড়া এসিডের শিকার হয়েছে ছেলের বউ ও নাতনী।
রোববার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার এসিডের শিকার দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এঘটনার পর শাশুড়ি গীতা মন্ডল পলাতক রয়েছে।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে রোববার গভীর রাতে শাশুড়ি গীতা মন্ডল ঘুমন্ত অবস্থায় ছেলের বউ সমাপ্তি ও ৬ মাস বয়সী নাতনী স্নিগ্ধাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে।
এসময় সমাপ্তি মন্ডল (২১) ও শিশু কন্যা স্নিগ্ধা (৬) এসিডের শিকার হয়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে সমাপ্তির শাশুড়ি গীতা মন্ডল পলাতক রয়েছে।
এ ব্যাপারে এসিডের শিকার সমাপ্তির স্বামী মিল্টন মন্ডল মোবাইল ফোনে জানান, আমি আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমি যে মায়ের গর্ভে জন্মগ্রহন করেছি তাকে নিয়ে কোন মন্তব্য করতে চাই না।
রাজৈর হাসপাতালের ডাঃ হামিদা আক্তার জানান, সোমবার সকালে এক গৃহবধু ও তার শিশু কন্যা এসিডে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিল। উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, এসিড নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। যতদুর জানা গেছে, মিল্টনের মা গীতা মন্ডল এ ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।