কাঁচপুরে ট্রাকচালকের ঘুম ভাঙাতে গিয়ে এসআই নিহত
প্রকাশিতঃ ১৩ এপ্রিল, ২০১৯
জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে থাকা গাড়ির চালকের ঘুম ভাঙাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই’র নাম ফরিদ আহাম্মেদ (৩৮)। তিনি কাঁচপুর হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
জুমার নামাজের পর কাঁচপুর হাইওয়ে থানায় প্রথম জানাজা শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ফরিদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, লাঙ্গলবন্দ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে যানজট নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত থেকে সেখানে দায়িত্ব পালন করছিলেন এসআই ফরিদ।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বন্দরের মালিবাগ ক্যাসেল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে যাওয়া এক ট্রাকচালক গাড়িতে ঘুমিয়ে পড়েন। এসআই ফরিদ রাস্তা পার হয়ে ওই ট্রাকচালককে ঘুম থেকে ডেকে তোলেন। এর পর চালক গাড়িটি চালাতে শুরু করেন। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে এসআই ফরিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি কাইয়ুম আলী সরদার আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।