মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় ছোট ভাইকে খুন করে ঘাতক বড় ভাই থানায় আত্মসমর্পণ

প্রকাশিতঃ ২৭ মার্চ, ২০১৯  

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে সুজন আলী (২৭) ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন বড় ভাই। মঙ্গলবার (২৬মার্চ )রাতে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহাপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর ঘাতক বড় ভাই আব্দুল কাদের সদর থানায় আত্মসমর্পণ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহাপুর গ্রামে আব্দুল হাকিমের দুই ছেলে আব্দুল কাদের ও সুজন আলী মঙ্গলবার রাত ৯টার দিকে বিরোধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বড় ভাই কাদের ধারাল অস্ত্র দিয়ে ছোট ভাই সুজনকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সুজন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে দুই ভাই বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বড় ভাই ধারাল অস্ত্র দিয়ে ছোট ভাইকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সুজন। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় আব্দুল কাদের। এর দুই ঘণ্টা পর নিজেই সদর থানায় এসে আত্মসমর্পণ করে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।