মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেলের ৩ আরোহী নিহত

প্রকাশিতঃ ২০ মার্চ, ২০১৯  

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে সদর উপজেলার ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মোটর সাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(১৯মার্চ)দিবাগত গভীর রাতের যে কোন সময় রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরা হলেন- গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার(২২), মোহাম্মদ পাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (২১),অপর ১জনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে, নিহত যুবকরা সদর উপজেলার ভেন্নাবড়ি রেলক্রসিং পার হবার সময় রেলের নিচে কাটা পড়ে নিহত হয়। এ সময় তারা হয়তো শহরের দিকে বাসায় ফিরছিল।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছায়। দুর্ঘটনাস্থলে একটি রেল ক্রসিং রয়েছে। ধারণা করা হচ্ছে ওই তিন যুবক মোটর সাইকেলে করে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে কাটা পড়েছে।
খবর পেয়ে পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।