সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ৯০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার এক

প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারি, ২০১৯  

জেলা প্রতিনিধি:কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৯০০ বোতল ফেনসিডিলসহ সুমন হোসেন (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন পাবনার চড়াইমারী গ্রামের আসলাম প্রামাণিকের ছেলে।
গতকাল শনিবার(২৩ফেব্রুয়ারি)কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে অভিযানকালে শ্যালো ইঞ্জিনচালিত ধানের বস্তাবোঝাই ট্রলিতে তল্লাশি চালিয়ে ৯০০ বোতল ফেনসিডিলসহ ট্রলির মালিক সুমনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সুমনের স্বীকারোক্তি মতে, বিশেষ কায়দায় ধানের বস্তার মধ্যে লুকানো চারটি প্লাস্টিকের বস্তাভর্তি এসব ফেনসিডিল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে তা পাবনায় নেওয়া হচ্ছিল। সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।