কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
প্রকাশিতঃ ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত। আজ মঙ্গলবার(১৯ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম জানান, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া মাঠের কাটাদহ নামক স্থানে দুই দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে গোলাগুলির শুরু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ ও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত হলো গরুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন মুফা (৪৫) ও কৈপাল গ্রামের আবদুর রহিমের ছেলে মাহাবুল (৪২)।
ওসি আরো জানান, নিহত ডাকাতদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি এলজি, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।