মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ০৪ ফেব্রুয়ারি, ২০১৯  

জেলা প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর ২ দিকে নলছিটি উপজেলার বাড়ইকরণ গ্রামের কাপুড়িয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বেনজির জাহান মুক্তা(১৯) ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। তিনি বাড়ইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে আসে মুক্তা। কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে কল করে বাড়ির বাইরে ডেকে নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পথে কলেজ খেয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নলছিটি থানার এসআই মো. সোলায়মান জানান, নিহতের গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশের বিভিন্ন টিম মাঠে নেমেছে।