মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাঁচ লাখ লোক দেখে ফেলেছে, বলুন তো ছবিটায় ভুল কোথায়?

প্রকাশিতঃ ০৩ জুন, ২০১৭  

অনলাইন ডেস্ক: বর্তমান এই প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়া বা ইন্টারেনেটে প্রতিদিন কত ছবিই তো ঘোরাফেরা করে। কিন্তু তার মধ্যে কিছু ছবিই হয়ে ওঠে ভাইরাল। আর তেমনই একটি ছবি গত তিনদিন ধরে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যে ছবিটি প্রায় লক্ষ লোক দেখে ফেলেছে। কারণ, এই ছবিটিতে একটি ভুল রয়েছে। আর সেটাই খুঁজে বেড়াচ্ছেন সবাই।
বেশিরভাগই পারছেন না। কেউ কেউ অবশ্য পারছেনও। আপনিও তাই খুব মন দিয়ে ছবিটি দেখুন। দেখা যাক, আপনি এই ছবিটার ভুল বের করতে পারেন কিনা। কি পারলেন? যদি না পারেন তাইলে জেনে নিন উত্তরটা। ছবিটির সামনের চার মহিলাকে ছাড়ুন। পেছনের সবার দিকে নজর দিন। দেখুন, প্রত্যেকের মুখই এক! এটাই ছবিটির ভুল বা মজা।