বিয়ের আসর থেকে বর ছিনতাই করলো এক তরুণী
প্রকাশিতঃ ১৮ মে, ২০১৭
অনলাইন ডেস্ক: বিয়ের আসর থেকে বরকে নিজের প্রেমিক দাবি করে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গেছে এক তরুণী। ভারতের উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডে এই ঘটনা ঘটে। গত মঙ্গলবারের এই অপহরণের পর থেকে এখনও পর্যন্ত বর অশোক যাদব নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। খবর এনডিটিভির। এর আগে দ্রুত গতির গাড়ি নিয়ে বিয়ের আসরে পৌঁছায় ওই তরুণী। সময় ওই তরুণীর সঙ্গে আরো দুই পুরুষ সহযোগী ছিল। পরে বরের মাথায় অস্ত্র তাক করে সবার উদ্দেশ্যে ওই তরুণী বললেন, ‘এই ছেলেটি আমাকে ভালোবাসে, অন্য আরেকজনকে বিয়ে করার মাধ্যমে সে আমার সঙ্গে প্রতারণা করছে। আমি এটি হতে দেব না।’ এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন, কয়েক মাস আগে অশোকের কর্মস্থলে ওই তরুণীর সঙ্গে তার দেখা হয়। এরপর প্রেম, তাদের মধ্যে গোপনে বিয়েও হয়েছে বলে দাবি করেন অনেকে। কিন্তু পরিবারের চাপে আরেকজনকে বিয়ে করতে রাজি হয় অশোক। অশোকের বাবা রামহেত যাদব জানিয়েছেন, ‘আমার ছেলের বিষয়ে অবশ্যই রহস্যময় কিছু বিষয় ছিল। আমি যখন তার কাজের জায়গায় যেতাম সে কখনো তার বাসায় নিত না। আমরা একটা মন্দিরে দেখা করতাম এবং সেখান থেকে একটি খাবারের দোকানে খাওয়াদাওয়া করার পরে আমাকে সে বাড়িতে পাঠিয়ে দিত।’