সিদ্ধিরগঞ্জে ছেলের হাতে মা খুন
প্রকাশিতঃ ০৯ মে, ২০১৭
জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীতে রেজিয়া খাতুন (৬৭) নামে এক মা’কে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে ছেলে নূরু মিয়ার (৪২) বিরুদ্ধে।আজ মঙ্গলবার(০৯মে) বিকেলে এঘটনা ঘটে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া খালপাড় এলাকায় মা রেজিয়া খাতুনকে সঙ্গে নিয়ে ছেলে নুরুমিয়া বসবাস করত। নূরু মিয়া একজন মানসিক ও মৃগী রোগী। ঘটনার সময় কোন এক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে মাকে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ছেলে নূরু মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত রেজিয়া খাতুনের স্বামীর নাম মৃত মনসুর আলী মাদবর। বাড়ি বরিশাল জেলার দুমকি থানার লেবুখালী এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।