মাটিরাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা
প্রকাশিতঃ ০৮ মে, ২০১৭
জেলা প্রতিনিধি:খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে এক উপজাতি গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী ও পুলিশ। তার নাম মহিনী ত্রিপুরা (৩৫) বলে জানা গেছে। তিন সন্তানের জননী মহিনী মাটিরাঙ্গা উপজেলার দলদলি পাড়ার সুমন ত্রিপুরার স্ত্রী।
আজ সোমবার(০৮মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাইল্যাছড়ি মৌজার পাহাড়ের নিচ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ভোর ৫টার দিকে বাড়ির পাশে পাহাড়ের নিচে প্রাকৃতিক কুয়া থেকে পানি আনতে ও গোসল করতে যায় মহিনী ত্রিপুরা। কিছুক্ষণ পরে তার বড় ছেলে সুজন ত্রিপুরা (১২) মায়ের কাপড় নিয়ে গেলে কুয়ার পাশে মায়ের গলাকাটা লাশ দেখতে পায়। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।
খবর পেয়ে মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম হোসাইন ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে নিরাপত্তাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার জন্য মাঠে নেমেছে পুলিশ।