মাদারীপুরে অপহৃত ব্যবসায়ীর চোখ উপড়ে নিলো দুর্বৃত্তরা
প্রকাশিতঃ ০৪ মে, ২০১৭
অনলাইন প্রতিবেদক:মাদারীপুরে গতকাল বুধবার কবির মৃধা (৪০) নামে এক পান ব্যবসায়ীকে অপহরণের পর তার চোখ উপড়ে নিয়েছে সন্ত্রাসীরা। অপহৃত কবির মৃধাকে গতকাল রাত ৯টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলীয়ার চর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের খুনেরচর গ্রামের নুরু মৃধার ছেলে এবং ওই ইউনিয়নে ৯নং ওয়ার্ড সদস্য খবির মৃধার বড় ভাই।
কালকিনি খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সামিউল হক জানান, গতকাল বুধবার বিকেলে কবির মৃধা বরিশাল থেকে লঞ্চে করে পান নিয়ে ঢাকা যাচ্ছিলেন। সেসময় অপহরণকারী তাকে লঞ্চ থেকে নামিয়ে তুলে নিয়ে যায় এমন খবর পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করি।
একপর্যায়ে বিষয়টি পাশের এলাকা বরিশালের মুলাদি থানার ওসিকে জানানো হয়। পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় খোঁজা শুরু হয়। পরে কালকিনির আউলীয়ার চর এলাকা থেকে কবিরকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। প্রথমে কবিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।