মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাত্র মাতাল, তাই বিয়ের আসর থেকে উঠে গেলেন পাত্রী!

প্রকাশিতঃ ০৩ মে, ২০১৭  

চিত্র বিচিএ ডেস্ক:৭০ কিলোমিটার পাড়ি দিয়ে জাঁকজমকভাবে বিয়ে করতে গিয়েছিলেন পাত্র। বিয়ের আসরে পৌঁছনোর পর তো নাচানাচি শুরু করে দেয় বরপক্ষের লোকজন। মন্ত্র পড়া পর্যন্ত শেষ হয়েছিল, কিন্তু বউ নিয়ে বাড়ি ফিরতে পারেননি বর বিট্টু পান্ডে। খবর বিবিসির।
ভারতের বিহারের বক্সার জেলার সুজাতপুর এলাকার ঘটনা। ওই বিয়ের আসরে উপস্থিত কয়েকজনকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মন্ত্র পড়া সাঙ্গ হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল হিন্দু রীতি অনুযায়ী নববিবাহিতা স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া। ঠিক তখনই কনে রাণী কুমারী উঠে পড়লেন বিয়ের পিঁড়ি থেকে! এরপর যা বললেন তা শুনে উপস্থিত সবাই তো হতকাক।
মন্ডপ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে রাণী কুমারী বলেন, “ওর তো বিয়ে হয়ে গেছে – মদের সঙ্গে। আমাকে বিয়ে করতে হবে না আর। ”
পাত্র পক্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, পাত্র বিয়ের সময়ে ঠিকমতো মন্ত্র উচ্চারণ করতে পারছিল না, কথা জড়িয়ে যাচ্ছিল, পা টলে যাচ্ছিল – এই অভিযোগ তুলেই কনে উঠে যায়।