মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তার আটক
প্রকাশিতঃ ২৬ এপ্রিল, ২০১৭
জেলা প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল আজ বুধবার (২৬এপ্রিল)দুপুরে এসকে আবুল খায়ের চৌধুরী (৫৫) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে। পরে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত ভুয়া ডাক্তারকে এক বছরের বিনাশ্রম করাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। আটককৃত আবুল খায়ের চৌধূরী মাগুরা জেলার শ্রীকোল গ্রামের আঃ সত্তার চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি মঠবাড়িয়া পৌর শহরের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
বরিশাল র্যাব-৮ এর ডিএডি আমজাদ হাসান জানান, ডাক্তারী সনদ না থাকায় ভুয়া ডাক্তার এস কে আবুল খায়ের চৌধূরীকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করা হয়। তিনি আরও জানান, কাগজ পত্র ঝাচাই-বাছাই না করে ভুয়া ডাক্তার রাখার অভিযোগে মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।