মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নলছিটিতে গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেল শ্বশুরবাড়ির লোকজন

প্রকাশিতঃ ১৮ এপ্রিল, ২০১৭  

জেলাপ্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলায় এক গৃহবধূকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৭এপ্রিল)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ষাটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত গৃহবধূ মারুফা একই গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে। চার বছর আগে একই গ্রমের সুমনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর সৌদি আরবে চলে যান স্বামী সুমন। আর এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে নির্যাতন করে আসছিল।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যায় শ্বাসরোধ করে হত্যার পর মারুফাকে হাসপাতালে আনে শাশুড়ি, ননদ পরে লাশ হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান জানান, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তে জানা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।