খোলামেলা আর্শিনা প্রিয়া
প্রকাশিতঃ ১৭ এপ্রিল, ২০১৭
বিনোদন ডেস্ক:মডেল, অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া। তার ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন যুক্তরাষ্ট্রের মায়ামি বিচের।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন প্রিয়া। সেখানে দেখা যায়- মায়ামির সাউথ বিচে হাঁটছেন তিনি। পাশাপাশি তার কণ্ঠে শোনা যায়- বাংলা চলচ্চিত্রের সাগরের সৈকতে তীর থেকে শিরোনামের জনপ্রিয় এ গানটি। ভিডিওটির মাধ্যমে প্রিয়া সবাইকে একবারের জন্য হলেও মায়ামি ঘুরে আসার আহ্ববান জানান। সবশেষে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। এ সময় তাকে বেশ খোলামেলা অবস্থাতে দেখা যায়।আর্শিনা প্রিয়া চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত কার্তুজসিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন। আইটেম গানের পাশাপাশি সিনেমাটিতে একটি গানে কিশোরের সঙ্গে প্লেব্যাকও করেছেন তিনি।এর আগে ‘বনফুল মিষ্টি’, ‘মেডিনোভা’ সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন প্রিয়া।
চলতি বছর ভালোবাসা দিবসে এ শিল্পীর একক অ্যালবাম ‘এপি’ প্রকাশিত হয়। এ অ্যালবামে টাইটেল ‘আমি এক রাজকুমারী আর্শিনা পিয়া’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বিগ বাজেটের এ মিউজিক ভিডিওটি নববর্ষ উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে।