মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জিহ্বা দিয়ে মিনিটে ৩২ বার ফ্যান বন্ধ করলেন ইনি!

প্রকাশিতঃ ০৫ এপ্রিল, ২০১৭  

চিত্র বিচিএ ডেস্ক:নিরাপত্তার জন্য সব টেবিল ফ্যানের সামনে এক ধরনের ঢাকনা দেয়া থাকে । কারণ দ্রুত বেগে ঘুরতে থাকা ফ্যানের ধারালো পাখার সামনে আঙুল বা কোনো কিছু পড়লে সাথে সাথে কেটে যায়। তবে সম্প্রতি ইতালির একটি গেম শো’তে অস্ট্রেলিয়ান এক সার্কাস কর্মী ধারাল ফ্যানের ব্লেড জিহ্বা দিয়ে থামিয়ে চমক তৈরি করেছেন।
জো ইলিস নামের এক নারী এক মিনিটে ৩২ বার বন্ধ করেছেন দ্রুতবেগে চলা ৩৫ ওয়াটের দুটি ফ্যান। অর্থাৎ ফ্যানটিকে একবার বন্ধ করতে তার সময় লেগেছে দুই সেকেন্ডেরও কম সময়। হাত দিয়ে ফ্যানের ব্লেড থামাতে গেলেই যেখানে দুর্ঘটনার ভয় থাকে সেখানে তিনি তা বন্ধ করেছেন জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করে জো ইলিস নাম লিখিয়েছেন গিনেস বুকে। ঐ গেম শো’তে উপস্থিত লোকজন জো ইলিসের এই কাণ্ড দেখে চমকে যান।